ঘুম পরী
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ঘুম আসে না চোখের পাতায়
থাকি রাত জেগে,
ঘুম পরী চলে গেছে আমার উপর রেগে।

ঘুম আসে না! ঘুম আসে না!
ঘুম পরীর নেই খোজ,
আগের মত আর আসে না
রোজ-রোজ।

ঘুম পরীকে বার্তা পাঠাই
পাই না কোন সাড়া,
ঘুম পরী আমায় পাগল করেছে
করেছে সর্বহারা।

ঘুম পরী ঘুম পরী আয় তুই ফিরে
তোর জন্য যে এ মন জ্বলে পুড়ে মরে,
ঘুম পরী ঘুম পরী করিস না তুই পর
তোরে নিয়ে গড়ব আমি
ভালবাসার ঘর?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।

১৫-১২-২০১৯ ১২:৪৯ মিঃ

হায়রে মজা!

২০-০২-২০১৮ ১৭:৪৪ মিঃ

তাই

২০-০২-২০১৮ ১৭:৩৫ মিঃ

আমার ভালবাসার গোবর, লেপেদিলমে তোমার ঠোটে
যদি ভালোবাসা জেগে উঠে, সেথায় পদ্ম উঠিবে ফুটে

১৩-০১-২০১৮ ২৩:৫৯ মিঃ

ঘুমের ট্যাবলেট খান।

১৩-০১-২০১৮ ২২:৪২ মিঃ

ঘুমের ট্যাবলেট খান।